Friday, April 25, 2025
31 C
Kolkata

রিলস বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

কেতুগ্রাম: মোবাইল ও রিলস তৈরির নেশাই প্রাণ কাড়ল দশম শ্রেণির ছাত্র মহম্মদ ইব্রাহিম চৌধুরী ওরফে দিসানের। সোমবার সকালে কাটোয়া-আমোদপুর রেললাইনের জ্ঞানদাস কাঁদরা স্টেশনে পরিত্যক্ত ট্রেনের কামরায় রিলস বানাতে গিয়ে ২৫ হাজার ভোল্টের ওভারহেড তারে স্পর্শ করে মৃত্যু হলো বছর ১৫-র ওই কিশোরের।

কেতুগ্রামের স্যর আশুতোষ মেমোরিয়াল স্কুলের ছাত্র দিসান এ দিন সকাল সাড়ে সাতটার দিকে দুই বন্ধু রিপু চৌধুরী ও সুজন শেখের সঙ্গে মোটরবাইকে স্টেশনে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্টেশনে ফাঁকা প্ল্যাটফর্মে রাখা একটি ট্রেনের ছাদে উঠে মোবাইলে রিলস বানাতে শুরু করে দিসান। মোবাইল হাতে তুলতেই তার হাত ওভারহেড তারে ঠেকে যায়। মুহূর্তে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে ট্রেনের ছাদে এবং শরীরে আগুন ধরে যায়।

স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা ছুটে এসে আগুন নেভালেও দিসানের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা তার দেহ রেলকামরার উপরই পড়ে ছিল। পরে রেলপুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দিসানের বন্ধু রিপু জানায়, “ওকে বার বার ট্রেনের ছাদে উঠতে মানা করেছিলাম। কিন্তু ও শোনেনি। সেলফি তুলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।” স্টেশনের সাফাইকর্মী কল্যাণ মণ্ডলও জানান, “আমরা ওকে অনেকবার সাবধান করেছিলাম। কিন্তু সে কথা শুনল না।”

দিসানের মা লাভলি বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “মোবাইল নিয়ে পড়াশোনায় মন দিত না। ওকে অনেকবার নিষেধ করেছি। কিন্তু ও কথা শোনেনি। আজ আমার ছেলেটাই চলে গেল।”

পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দিসানের বাবা সুজন চৌধুরী, যিনি কলকাতার একটি বেকারিতে কাজ করেন, খবর পেয়ে বাড়ি রওনা দিয়েছেন। দুই ভাইবোন ইসমাইল ও রূপসা দাদার অকালমৃত্যুতে শোকে ভেঙে পড়েছে।

এই মর্মান্তিক ঘটনা স্মার্টফোন ও সামাজিক মাধ্যমের প্রতি কিশোর-কিশোরীদের আসক্তির বিপজ্জনক দিকটি তুলে ধরেছে। প্রশাসন ও অভিভাবকদের উচিত এই বিষয়ে আরও সতর্কতা ও সচেতনতা বাড়ানো।

Hot this week

ফের উত্তপ্ত মণিপুর! কামজং জেলায় কুকি সম্প্রদায়ের বাড়িগুলিতে অগ্নিসংযোগ, উত্তেজনা চরমে

বিস্তারিত প্রতিবেদন:মণিপুরের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে হিংসার আগুন ছড়াল...

পুলওয়ামা ও পাহালগাম হামলা ‘সরকারি ষড়যন্ত্র’ মন্তব্যের জের: আইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন, গুয়াহাটি, ২৫ এপ্রিল ২০২৫: অল ইন্ডিয়া ইউনাইটেড...

গভীর শ্রদ্ধা ও সমব্যাথী জানাতে শহীদ ঝন্টু আলীর বাড়িতে সিপিআই(এম) নেতৃত্ব

ভারতীয় সেনাবাহিনীর ৬ প্যারা স্পেশাল ফোর্সের সাহসী বীর যোদ্ধা...

Topics

ফের উত্তপ্ত মণিপুর! কামজং জেলায় কুকি সম্প্রদায়ের বাড়িগুলিতে অগ্নিসংযোগ, উত্তেজনা চরমে

বিস্তারিত প্রতিবেদন:মণিপুরের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে হিংসার আগুন ছড়াল...

গভীর শ্রদ্ধা ও সমব্যাথী জানাতে শহীদ ঝন্টু আলীর বাড়িতে সিপিআই(এম) নেতৃত্ব

ভারতীয় সেনাবাহিনীর ৬ প্যারা স্পেশাল ফোর্সের সাহসী বীর যোদ্ধা...

পাকিস্তানি নাগরিকের সার্ক ভিসা বাতিল, দ্রত নিজের দেশে ফেরত যাবার নির্দেশ

পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা ছাড় স্কিম (এসভিইএস) বাতিল...

কাশ্মীরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালো সৌদি আরব

সৌদি আরব কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘটা জঙ্গী হামলাকে কঠোর ভাষায়...

Related Articles

Popular Categories