
মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাই স্কুলে রুটিন তৈরিকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে প্রধানশিক্ষকের তীব্র বাকবিতণ্ডা গড়াল হাতাহাতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষে। অভিযোগ, ওই ঘটনায় স্কুলের প্রধানশিক্ষক মহম্মদ মণিরুল ইসলাম গুরুতর জখম হয়েছেন এবং তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। তবে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা ঘটনার খবর পেয়েছেন এবং তদন্ত শুরু করেছেন।
স্কুল সূত্রে জানা গেছে, শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক চলাকালীন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রধানশিক্ষকের অভিযোগ, সম্প্রতি নতুন অ্যাকাডেমিক কাউন্সিল দায়িত্ব নেওয়ার পর একটি নতুন রুটিন তৈরি করা হয়। তবে ১২-১৩ জন শিক্ষক এতে অসন্তুষ্ট ছিলেন এবং তাঁরা নিজেদের অসুবিধার কথা তাঁকে জানিয়েছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রধানশিক্ষক লিখিত অভিযোগ পাওয়ার পরই শুক্রবার নতুন রুটিন স্থগিত করেন।
কিন্তু শনিবার স্কুলের কয়েকজন শিক্ষক প্রধানশিক্ষকের কক্ষে ঢুকে তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ। মারধরের ফলে তাঁর বাঁ পা ভেঙে গিয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে, এমনকি চোখেও আঘাত পেয়েছেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হলেও শিক্ষাঙ্গনে এ ধরনের হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।