Saturday, February 22, 2025
30 C
Kolkata

ফের অবৈধ ভারতীয় অধিবাসী শ্রমিকের নিয়ে মার্কিন সামরিক বিমান এলো ভারতে,হাতকড়া পড়া, শিকলে বাঁধা শ্রমিকরা কি আত্মমর্যাদা ফিরে পাবে?

আমৃতসরে শনিবার রাত ১১.৪০ মিনিটে আরেকটি আমেরিকান সামরিক বিমানে ১১৯ জন অবৈধ অভিবাসী দেশে ফেরতের জন্য অবতরণ করেছে। এই দ্বিতীয় বারের আমেরিকা থেকে বিতাড়িতদের মধ্যে ৬৭ জন পাঞ্জাব, ৩৩ জন হরিয়ানা, ৮ জন গুজরাট, ৩ জন উত্তর প্রদেশ, ২ জন রাজস্থান, ২ জন মহারাষ্ট্র, এবং ১ জন করে হিমাচল প্রদেশ ও জাম্মু-কাশ্মীরের নাগরিক অন্তর্ভুক্ত। এছাড়াও, জেলা ভিত্তিক বন্টনে আমৃতসরে ৬, হোসিয়ারপুরে ১০, পাটিয়ালায় ৭, কাপুরথালায় ১০, গুরদাসপুরে ১১, জালন্দরে ৫, ফেরোজপুরে ৪, সাংগ্রুর ৩, টার্নাটারানে ৩, মোহালিতে ৩, রোপারে ১, মোগায় ১, ফতেহগড় সাহিবে ১, ফারিদকোটে ১ এবং লুডিয়ানায় ১ জন আমেরিকা কতৃক বহিষ্কৃত ব্যক্তি দেখা গেছে।

এই ঘটনাটি আগের ফ্লাইটের (৫ ফেব্রুয়ারি) দশ দিন পরে ঘটেছে, যেখানে ১০৪ জন বিতাড়িত আমৃতসরে অবতরণ করেছিল। উক্ত বিতাড়িত ভারতীয়দের মধ্যে ১০০ জন পাঞ্জাব ও হরিয়ানা থেকে আগত বলে জানানো হয়েছিল। তৃতীয় বারের বহিষ্কৃত হিসেবে আনুমানিক ১৫৭ জনকে ভারতে ফেরতের জন্য মার্কিন মুলুকে অপেক্ষারত রয়েছে।

পরবর্তী সময়ে নিরাপত্তার প্রয়োজনীয়তা মেনে বহিষ্কৃত মানুষদের সুরক্ষা, খাদ্য ও তাদের নিজ নিজ জেলা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করা হবে। রিপোর্ট অনুযায়ী, এই দ্বিতীয় বারের মধ্যে চারজন মহিলা ও দুইজন শিশু (একজন ৬ বছর বয়সী মেয়ে) রয়েছেন এবং বেশিরভাগ বহিষ্কৃতদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের বক্তব্য অনুযায়ী, “যারা অবৈধভাবে আমেরিকায় অবস্থান করছে, তাঁদের ফেরতের ব্যবস্থা করা হবে।” তবে, কেন্দ্রীয় সরকারের আমেরিকার এই পদক্ষেপ নিয়ে মৌনতা, বিতর্ককে তীব্র থেকে তীব্রতর করছে। পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভগবন্ত মান্ন অভিযোগ করেছেন, কেন একই সময়ে পাঞ্জাব ও হরিয়ানা ছাড়াও অন্যান্য রাজ্যে বিতারিতদের ফেরত পাঠানো হচ্ছে, আর তাদের নিরাপত্তা বিষয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে যখন দেশের নিরাপত্তা উদ্বেগের কথা বলতে আমৃতসরে মার্কিন সামরিক বিমানের অবতরণ হতে দেওয়া হয়েছে। মান্ন বলছেন, “মোদিনীতির সঙ্গে বিদেশি নেতাদের হাত মিলানোর সময়, আমাদের নাগরিকদের শিকলে বাঁধা অবস্থায় ফেরত পাঠানো হচ্ছে – যা আমাদের আত্মসম্মানের ব্যাপারে প্রশ্ন তুলছে।”

Hot this week

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

অধিকার বুঝেনিতে সরব আদিবাসীরা দেউচাপাঁচামির খনি থেকে মোটা টাকা উপার্জন করতে মরিয়া শাসক 

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সবচেয়ে বড় কয়লা খনি হিসেবে বিবেচিত...

এবার বিদেশে পারি দিচ্ছে  মালদার কালিয়াচকের কৃতি ছাত্র ড.শেখ সামিম আখতার

সমাজকে ও শিক্ষা জগতকে আরও একবার দেখালো আলোর দিশা...

ভাষায় নেই সীমানাআর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

২১-শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য শহীদ...

Topics

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

ভাষায় নেই সীমানাআর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

২১-শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য শহীদ...

লক্ষাধিক টাকার বিনিময়ে ৪০ টি পুরস্কার ক্রয়ের অভিযোগ সরকারের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গ সরকার, সরকারি দপ্তর থেকে শুরু করে সরকারি প্রকল্প...

কর্মরত নার্স, ডাক্তার, এবং পুলিশ কর্মীকে মারধর করে গ্রেপ্তার ওসি

"হিসেবটা ঠিক মিলছে না রে তোপসে"। হেডিং পড়া মাত্রই...

Related Articles

Popular Categories