Saturday, February 22, 2025
30 C
Kolkata

“খেলা হবে” স্লোগানকে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে সহিংস ..

গত বিধানসভা ভোটে ‘খেলা হবে’ স্লোগানের ব্যবহার নিয়ে তৃণমূল প্রচারে ঝড় তুলেছিল, যা বিরোধীদের কাছে ভোট-সন্ত্রাসের হুমকি হিসেবে গৃহীত হয়েছিল। এই বিতর্কের স্মৃতি আবার ফিরে এসেছে মালদহে, যেখানে একটি ফুটবল প্রতিযোগিতার মঞ্চ থেকেই তৃণমূল নেতাদের বক্তব্যে আলোড়ন তোলা হয়েছে।

বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি উপস্থিত ছিলেন। সেই মঞ্চ থেকে তৃণমূল সভাপতি জিয়াউর রহমানকে আইসির পাশে বসিয়ে স্পষ্ট ঘোষণা করতে শোনা যায়, “খেলায় আমরা দেখি, বিরোধীরা আটকানোর জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে রেফারি লাল কার্ড দেখায়। সামনে বিধানসভা নির্বাচন আসছে। বন্ধু, ভাই, কর্মীরা তৈরি হও। খেলা হবে। সেখানে কোনও রেফারি থাকবে না। কোনও লাল কার্ড থাকবে না। নিজেরা নিজের মতো করে তৈরি হও।” এই মন্তব্যে তৃণমূল নেতৃত্ব ভোট প্রক্রিয়ায় নিজেদের প্রভাব বিস্তার ও নির্বাচনী কৌশল নিয়ে নতুন রণনীতি প্রস্তাব করেছে বলে মনে হচ্ছে।

বিরোধীদের প্রতিক্রিয়া
সিপিএম, বিজেপি ও কংগ্রেস একযোগে তৃণমূলকে কটাক্ষ করে এই বক্তব্যের নিন্দা করেছে। বিজেপি নেতা উজ্জ্বল দত্ত বলেন, “আইসিকে পাশে বসিয়ে তৃণমূলের নেতারা বড় বড় কথা বলছেন। ঔদ্ধত্য দেখাচ্ছেন। বলছেন, রেফারি থাকবে না! রেফারি থাকবে কী করে? পুলিশ তো আপনাদের পাশে বসে রয়েছে। তাই পুলিশের কাছ নিরপেক্ষতা আশা করছি না। তবে মনে রাখবেন, ২০২৬ সালের ভোটে কিন্তু খেলা হবে। জনগণই সে খেলা খেলবেন। পুলিশ প্রশাসন সরে গেলে দু’মিনিটিও টিকবে না দলটা।”

এছাড়া, জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদবও জানান, “চাঁচলের এসডিপিও-কে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।” এসব মন্তব্য থেকে স্পষ্ট হয়, বিরোধীরা এই রকম উত্তেজনাপূর্ণ বক্তব্যকে নির্বাচনী পরিবেশে হুমকি ও ভয় দেখানোর চেষ্টা হিসেবে বিবেচনা করছে।

পরবর্তী সম্ভাব্য প্রভাব
তৃণমূল নেতারা নিজেদের বক্তব্যকে নির্বাচনী রণনীতির অংশ হিসেবে উপস্থাপন করলেও বিরোধীদের মনে হচ্ছে, এই ধরনের মন্তব্য ভোটের নিরপেক্ষতা ও শাসনব্যবস্থায় প্রশ্ন তুলতে পারে। আগামী নির্বাচনে এই ধরনের কৌশল রাজনৈতিক উত্তেজনা ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি, ভোটারদের মধ্যে বিভেদ ও সন্দেহের জন্ম দিতে পারে।

এই পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সকল দলের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে নির্বাচনী মাঠে ক্রীড়া ও প্রতিযোগিতার মতো স্বাস্থ্যকর প্রতিযোগিতা বজায় থাকে।

Hot this week

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

অধিকার বুঝেনিতে সরব আদিবাসীরা দেউচাপাঁচামির খনি থেকে মোটা টাকা উপার্জন করতে মরিয়া শাসক 

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সবচেয়ে বড় কয়লা খনি হিসেবে বিবেচিত...

এবার বিদেশে পারি দিচ্ছে  মালদার কালিয়াচকের কৃতি ছাত্র ড.শেখ সামিম আখতার

সমাজকে ও শিক্ষা জগতকে আরও একবার দেখালো আলোর দিশা...

ভাষায় নেই সীমানাআর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

২১-শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য শহীদ...

Topics

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

ভাষায় নেই সীমানাআর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

২১-শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য শহীদ...

লক্ষাধিক টাকার বিনিময়ে ৪০ টি পুরস্কার ক্রয়ের অভিযোগ সরকারের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গ সরকার, সরকারি দপ্তর থেকে শুরু করে সরকারি প্রকল্প...

কর্মরত নার্স, ডাক্তার, এবং পুলিশ কর্মীকে মারধর করে গ্রেপ্তার ওসি

"হিসেবটা ঠিক মিলছে না রে তোপসে"। হেডিং পড়া মাত্রই...

Related Articles

Popular Categories