
রেল মন্ত্রক শিয়ালদহ ও জলপাইগুড়ি রোড স্টেশনের মধ্যে একটি নতুন সাপ্তাহিক ট্রেন চালু করার অনুমোদন দিয়েছে। ট্রেনটি প্রতি শুক্রবার রাত ১১:৪০ টায় শিয়ালদহ থেকে যাত্রা শুরু করে পরের দিন দুপুর ১২:১৫ টায় জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছাবে। ফিরতি পথে, ট্রেনটি প্রতি শনিবার রাত ৮:৩০ টায় জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল ৮:১০ টায় শিয়ালদহ পৌঁছাবে।
এই ট্রেনটি নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, সামসি, কিশনগঞ্জ ও নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে চলাচল করবে। উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই ট্রেনের দাবিতে আবেদন জানান।
নতুন এই ট্রেন চালুর ফলে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার রেল যোগাযোগ আরও সুদৃঢ় হবে, যা যাত্রীদের জন্য বিশেষ সুবিধাজনক হবে।