
জাল পাসপোর্ট তৈরি করে বাংলাদেশিদের ভারতে ঢোকানোর অভিযোগ উঠছে, বারাসাত পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডে পৌর নির্বাচনের প্রার্থী ইন্দ্রজিৎ দের বিরুদ্ধে। জানা যাচ্ছে ইন্দ্রজিৎ দে, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ। জাল পাসপোর্ট তৈরি করে, কয়েক কোটি টাকা মুনাফা উপার্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বারাসাত থানার পুলিশ, ইন্দ্রজিৎ দে কে ২৭ নম্বর ওয়ার্ডের তরুণপল্লির বাড়ি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলাদেশী অনুপ্রবেশকারী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে, পুলিশ ইন্দ্রজিৎ দেয়ের সন্ধান পায়। বাংলাদেশী অনুপ্রবেশকারী এই ব্যক্তির নাম জ্যোতির্ময় দে। পুলিশ মারফত এও জানা গেছে, ভারতবর্ষে এসে নবপল্লীতে বসবাস শুরু করেছিলেন জ্যোতির্ময় দে। তার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও, তিনি ভারতবর্ষে থেকে গিয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও, এখনো কারা এই চক্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, তারা অনুসন্ধান চলছে।