Monday, March 10, 2025
29 C
Kolkata

চাকরির টোপ দেখিয়ে প্রতারণার ফাঁদ, গ্রেফতার খানাকুলের রাজা রামমোহন রায় কলেজের অধ্যক্ষ

রায়গঞ্জ, ৩ মার্চ: সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক কলেজ অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রায়গঞ্জ জেলা আদালত সংলগ্ন এলাকা থেকে ইটাহার থানার পুলিশ অভিযুক্ত জোসেফ সোরেনকে আটক করে। জোসেফ হুগলির খানাকুলের রাজা রামমোহন রায় কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক এবং তাঁর স্থায়ী বাসস্থান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার দানগ্রামে।

জানা যায়, জোসেফ পূর্বে দক্ষিণ দিনাজপুরের কচরা হাইস্কুলে শিক্ষকতা করতেন। ২০২০ সালে তিনি স্কুলের চাকরি ছেড়ে হুগলির কলেজে অধ্যাপক পদে যোগ দেন। অভিযোগ, হুগলিতে যোগদানের পর তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্থানে প্রতারণার জাল বিস্তার করেন। প্রাথমিক শিক্ষক পদসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে ইটাহার, রায়গঞ্জ, কালিয়াগঞ্জসহ বিভিন্ন স্থানের চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন। সর্বমোট প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

কয়েক মাস আগে ইটাহার ও রায়গঞ্জ থানায় জোসেফের বিরুদ্ধে একাধিক চাকরিপ্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলেও পুলিশ এতদিন তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। সোমবার অন্য একটি মামলায় রায়গঞ্জ জেলা আদালতে হাজিরা দিতে এলে পুলিশ তাঁকে আটক করে।

ইটাহারের পোরষা এলাকার বাসিন্দা আরজাউল হক জানান, “আমার স্ত্রীকে প্রাথমিক স্কুলে শিক্ষিকার পদে এবং শ্যালককে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জোসেফ সোরেন আমাদের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু এরপর তিনি এলাকা থেকে উধাও হয়ে যান।” আরজাউলসহ আরও চারজন প্রতারিত চাকরিপ্রার্থী ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। টাকা ফেরত চাওয়ায় জোসেফ তাঁদের নামে প্রায় ৭৬ লক্ষ ৪৫ হাজার টাকার চেক ইস্যু করেন, যা পরবর্তীতে বাউন্স করে। এরপর বিষয়টি নিয়ে তাঁরা রায়গঞ্জ জেলা আদালতে মামলা দায়ের করেন।

রায়গঞ্জ জেলা আদালতে আরজাউলের পক্ষের আইনজীবী মনতোষ সরকার বলেন, “ওই অধ্যাপক চেকের মাধ্যমে টাকা ফেরত দেবেন বলে লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু তিনি যে চেক দেন, সেগুলো প্রত্যেকটি বাউন্স করে। আজ অভিযুক্ত রায়গঞ্জ জেলা আদালতে হাজিরা দিয়ে বাইরে বের হতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।”

বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং প্রতারিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Hot this week

২০২৫ সালের বাজেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নিচে তুলে ধরা হলো :

জাতীয় উৎপাদন মিশন ও আয়কর আইনে পরিবর্তন: ২০২৫ সালের...

এবিভিপি কে “আরএসএসের বাচ্চা “ বলে আক্রমণ সেলিমের

উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-কে “...

তুঘলক লেন হল বিবেকানন্দ মার্গ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির ফলকে

তুঘলক লেনে তুঘলকি কাণ্ড! আজব দেশ কি, গজব কাহানি।...

“আমি বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গিয়েছিলা।” সোনালী গুহের বিস্ফোরক স্বীকারোক্তি

পশ্চিমবঙ্গের রাজনীতির প্রাক্তন ডেপুটি স্পিকার ও বর্তমান বিজেপি নেত্রী...

Topics

২০২৫ সালের বাজেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নিচে তুলে ধরা হলো :

জাতীয় উৎপাদন মিশন ও আয়কর আইনে পরিবর্তন: ২০২৫ সালের...

এবিভিপি কে “আরএসএসের বাচ্চা “ বলে আক্রমণ সেলিমের

উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-কে “...

তুঘলক লেন হল বিবেকানন্দ মার্গ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির ফলকে

তুঘলক লেনে তুঘলকি কাণ্ড! আজব দেশ কি, গজব কাহানি।...

“আমি বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গিয়েছিলা।” সোনালী গুহের বিস্ফোরক স্বীকারোক্তি

পশ্চিমবঙ্গের রাজনীতির প্রাক্তন ডেপুটি স্পিকার ও বর্তমান বিজেপি নেত্রী...

ফুরফুরা শরীফে পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে ইফতার করলেন তৃণমুল সাংসদ কল্যাণ ব্যানার্জি।

ফুরফুরা শরীফে পীরজাদা ত্বহা সিদ্দিকীর আমন্ত্রণে "দাওয়াত-ই ইফতার" অনুষ্ঠানে...

Related Articles

Popular Categories