
পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য এখন তাঁর বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে চলেছেন। গত কয়েকদিন ধরেই এই সংক্রান্ত খবর চর্চার কেন্দ্রে। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট)-এর মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য কল্যাণময় আদালতে আবেদন করেছিলেন, যা গতকাল মঞ্জুর হয়েছে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মাফ করে দেবার জন্যও আবেদন করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, ২০২২ সালে শিক্ষক পদে অনিয়মিত নিয়োগ ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডির তদন্তে ধীরে ধীরে উঠে আসে পার্থর পরিবারের সদস্যদের জড়িত থাকার প্রমাণ। বিশেষ করে, কল্যাণময় ভট্টাচার্যের নামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত একাধিক সংস্থা ও ট্রাস্টের হদিশ মেলে তদন্তে। ইডির দাবি, এই সংস্থাগুলির মাধ্যমে অবৈধ অর্থ সাদা করার কাজে সরাসরি যুক্ত ছিলেন কল্যাণময়। শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই এই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ।

গত কয়েকমাসে কল্যাণময়কে একাধিকবার ইডির আধিকারিকদের সামনে হাজির হয়ে জেরার সম্মুখীন হতে হয়। তদন্তের সূত্র ধরে তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করে আদালত। কলকাতা ছাড়তে গেলে আগে কোর্টের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। এমন পরিস্থিতিতেই ইডির বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান তিনি। গোপনীয়তাবিধি মেনে তাঁর বক্তব্য রেকর্ড করার নির্দেশ দিয়েছে আদালত।
বিশ্লেষকদের মতে, কল্যাণময়ের এই সিদ্ধান্ত পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে বড় ধাক্কা। কারণ, তদন্ত সংস্থার হাতে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে তাঁর জামাইয়ের কাছেই। আগামী দিনে এই মামলার গতিপথে কল্যাণময়ের সাক্ষ্য কতটা প্রভাব ফেলে, তা নিয়েই এখন কৌতূহল।