Friday, April 4, 2025
31 C
Kolkata

মমতা ব্যানার্জির লন্ডন সফরে বিঘ্ন ! পশ্চিম লন্ডনের বিদ্যুৎকেন্দ্রে ভয়ংকর অগ্নিকাণ্ড : হিথরো বিমানবন্দর অচল

পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত হিথরো বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ রয়েছে। এই ঘটনার জেরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এদিন প্রায় ১,৩৫১টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া, লন্ডনের পশ্চিমাঞ্চলের ১৬,০০০ বাসভবনেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

এই অচলতার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তরাজ্য সফরের পরিকল্পনায়। মূলত শনিবার সকালে কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তাঁর। তবে হিথরোতে শনিবার ফ্লাইট পরিষেবা কতটা স্বাভাবিক হবে, তা অনিশ্চিত। রাজ্য সরকার সূত্রে খবর, বিকল্প হিসেবে গ্যাটউইক বিমানবন্দরে অবতরণের সম্ভাবনা রয়েছে। এদিকে, হিথরো কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মাত্র ৮টি ফ্লাইটের অনুমতি দিয়েছে।

মুখ্যমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, লন্ডনে সোমবার ভারতীয় হাইকমিশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ, মঙ্গলবার বাণিজ্য সম্মেলন, বুধবার সরকারি বৈঠক এবং বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে ফ্লাইট বিলম্বের কারণে তাঁর কর্মসূচির পুনর্নির্ধারণ দেখা দিতে পারে। শুক্রবার লন্ডন থেকে কলকাতা ফেরার কথাও রয়েছে তাঁর, যা স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিমানবন্দর বন্ধ থাকায় হিথরোতে ভ্রমণকারী শত শত যাত্রী অসুবিধার মুখে পড়েছেন। অনেকেই বিকল্প ফ্লাইট বা বিমানবন্দর খোঁজার চেষ্টা করছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হলেও, এখনও স্বাভাবিক যাত্রীসেবা ফিরতে সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

Hot this week

অ্যান্টার্কটিকায় ট্রাম্পের শুল্ক আরোপ : বিশ্বজুড়ে চাঞ্চল্য

বুধবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছেন—কয়েকটি...

ওয়াকফ (সংশোধন) বিল, ২০২৪-এর বিরুদ্ধে কংগ্রেস ও ডিএমকে-র সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা

ওয়াকফ (সংশোধন) বিল, ২০২৪-এর বিরুদ্ধে কংগ্রেস ও ডিএমকে-র সুপ্রিম...

Topics

অ্যান্টার্কটিকায় ট্রাম্পের শুল্ক আরোপ : বিশ্বজুড়ে চাঞ্চল্য

বুধবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছেন—কয়েকটি...

ওয়াকফ (সংশোধন) বিল, ২০২৪-এর বিরুদ্ধে কংগ্রেস ও ডিএমকে-র সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা

ওয়াকফ (সংশোধন) বিল, ২০২৪-এর বিরুদ্ধে কংগ্রেস ও ডিএমকে-র সুপ্রিম...

বাতিল হলো ২৬ হাজার চাকরি, দুর্নীতির চাপে পড়ল এসএসসি নিয়োগ

২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম...

Related Articles

Popular Categories