Friday, April 4, 2025
28 C
Kolkata

ঈদের নামাজে একই সাথে উৎসব ও প্রতিবাদ, রাজস্থানে হিন্দু-মুসলিম সম্প্রীতির নজির

দেশজুড়ে ঈদ-উল-ফিতরের আনন্দে মাতল মুসলিম সম্প্রদায়। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে শুক্রবার ঈদের নামাজ আদায় করেন। ২৯ দিন রোজা রাখার পর উৎসবের আমেজে মুখরিত ছিল রাজধানী। তবে এবারের ঈদে এক অনন্য চিত্র দেখা গেল—অনেক মুসল্লি হাতে কালো পট্টি পরিধান করে ওয়াকফ বোর্ড সংশোধনী আইনের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানান। অন্যদিকে, একদল মুসল্লি এই প্রতিবাদকে ‘অনুচিত’ আখ্যা দিয়ে উৎসবের মধ্যেই রাজনৈতিক বার্তা দেওয়ার বিরোধিতা করেন।

জামা মসজিদ প্রাঙ্গণে এক মুসল্লি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “ঈদের মতো পবিত্র দিনে প্রতিবাদ অপ্রাসঙ্গিক। আমরা আল্লাহর কাছে দেশের উন্নতি ও সম্প্রীতির প্রার্থনা করেছি। গঙ্গা-যমুনার সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে জানান, “সওগাত-ই-মোদী প্রকল্প সম্প্রদায়ের জন্য তিনি সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। ঈদ-উল-আজহাতেও এমন উদ্যোগ চাই।”

এদিকে রাজস্থানে ঈদের নামাজে যোগ দিয়ে চমক দিলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়। জয়পুরের এক ঈদগাহে গেরুয়া পরিহিত হিন্দুরা মুসল্লিদের উপর পুষ্পবৃষ্টি করে স্বাগত জানান। এই দৃশ্য সাম্প্রতিক ‘রাস্তায় নামাজ’ বিতর্ক এবং ওয়াকফ নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্য পায়। স্থানীয়রা এটিকে হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন।

যদিও দিল্লিসহ কিছু অঞ্চলে ওয়াকফ আইন এবং অন্যান্য ইস্যুতে প্রতিবাদের আবহ ছিল, তবুও সারাদেশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই সম্প্রীতির বার্তা দিয়ে শেষ হয় রমজানের পবিত্র মাস।

Hot this week

বাতিল হলো ২৬ হাজার চাকরি, দুর্নীতির চাপে পড়ল এসএসসি নিয়োগ

২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম...

মাঝ রাতে লোকসভায় পাশ হল বিতর্কীত ওয়াকফ (সংশোধনী) বিল: মুসলিম অধিকারের উপর আঘাত

সংসদের নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল সম্প্রতি অনুমোদিত হয়েছে।...

Topics

বাতিল হলো ২৬ হাজার চাকরি, দুর্নীতির চাপে পড়ল এসএসসি নিয়োগ

২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম...

মাঝ রাতে লোকসভায় পাশ হল বিতর্কীত ওয়াকফ (সংশোধনী) বিল: মুসলিম অধিকারের উপর আঘাত

সংসদের নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল সম্প্রতি অনুমোদিত হয়েছে।...

পাতৌদি ট্রফি অবসান ?শোকার্ত শর্মিলা ঠাকুর

১৯৬৮ সালে ভারতের সিনেমা জগতের প্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর...

Related Articles

Popular Categories