
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলতে থাকা তদন্তে এবার বড় ধরনের অ্যাকশন নিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। এসএসসির গ্রুপ সি ও ডি পদে নিয়োগ কেলেঙ্কারি মামলায় প্রসন্ন রায় ও তার সহযোগীদের কাছ থেকে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৫৬ কোটিরও বেশি টাকার সম্পত্তি জব্দ করেছে সংস্থাটি। গতকাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে ইডি।
ইডির তদন্তে জানা গেছে, প্রসন্ন রায় ও তার সহযোগীরা নামী-বেনামে বিভিন্ন মাধ্যমে এসব সম্পত্তি কিনেছিলেন। জব্দকৃত তালিকায় রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মূল্যবান জমি, আবাসিক ফ্ল্যাট, বিলাসবহুল ভিলা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ পর্যন্ত নিয়োগ কেলেঙ্কারি সংশ্লিষ্ট মামলায় মোট ৬১০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
গত কয়েক বছর ধরে চলা এই কেলেঙ্কারির তদন্তে ইডি একের পর এক চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করছে। প্রসন্ন রায়কে এই ঘুষ ও অর্থপাচার চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংস্থাটির দাবি, অবৈধ উপার্জিত অর্থে কেনা সম্পত্তিগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও তদন্ত জোরদার করা হবে বলে ইডি সূত্রে জানানো হয়েছে।
এই মামলায় ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্তকৃত সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পাড়ে ও দিনে দিনে তদন্তের গতি আরও তীব্র হবে বলে ধারণা বিশ্লেষকদের।