
বসিরহাট দণ্ডিরহাটের শিক্ষক চম্পক নন্দীর হারানো টাকার ব্যাগ তিন বছর পর অক্ষত অবস্থায় ফিরে এল মাছ বিক্রেতা আবু কাশেম গাজির হাত ধরে। ঘটনাটি শোনার পর অনেকেই অবাক। কাশেমের সততায় মুগ্ধ সকলেই। তিন বছর আগে চম্পকবাবু বসিরহাট পুরাতন বাজারে গিয়েছিলেন। সেদিন ভুলবশত টাকার ব্যাগ ফেলে রেখে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও সেটা পাননি। শেষে আশা ছেড়ে দেন।
অন্যদিকে সেই ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন মাছ বিক্রেতা কাশেম। তাঁর খুবই সাধারণ সংসার—স্ত্রী, তিন ছেলে, বৌমা ও নাতি-নাতনি নিয়ে কোনওরকমে দিন চলে। কাশেম জানান, সেদিন বাজারে প্রচণ্ড ভিড় ছিল। এক সময় দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তিনি ভেবেছিলেন, কোনও খদ্দের হয়তো ফেলে গেছেন। ব্যাগে কী আছে তা না দেখেই বাড়ি নিয়ে যান এবং স্ত্রীকে দিয়ে তা আলমারিতে রেখে দেন।
তিন বছর পর হঠাৎ ব্যাগটি খুলে দেখেন ভিতরে একটি দোকানের ক্যাশমেমো রয়েছে। সেটি থেকেই চম্পকবাবুর খোঁজ পান কাশেম। সঙ্গে সঙ্গে তিনি সেই ব্যাগ নিয়ে দোকানে যান ও তা চম্পকবাবুর হাতে তুলে দেন।চম্পকবাবু জানান, “আমি তো ভাবতেই পারিনি এমন মানুষ এখনও আছে। পুরো টাকাই যেমন ছিল, তেমনই পেয়েছি!” কাশেমের সততায় গর্বিত তাঁর পরিবার ও প্রতিবেশীরা এবং বসিরহাট থানার আইসি তাঁকে সংবর্ধনাও দেন।