
মুর্শিদাবাদের ভূতগাড়ি চাষের মাঠে বিএসএফ, ভূমি দপ্তরের আধিকারিক এবং ঘোষপাড়া পঞ্চায়েত প্রধান সহ আরও অনেকেই মাঠ পরিদর্শনে আসেন। সেখান থেকেই স্থানীয় মানুষ জানতে পারেন, ঐ চাষের মাঠে বিএসএফ-এর একটি বড় মিলিটারি ক্যাম্প তৈরি হতে চলেছে। এই খবর জানার পরেই গ্রামবাসীরা তীব্র প্রতিবাদ জানান।
তাঁদের বক্তব্য, এই জমিতে চাষ করেই তারা নিজেদের জীবন ও জীবিকা চালিয়ে আসছেন বহু বছর ধরে। জমিটিই তাদের রুজি-রোজগারের একমাত্র ভরসা। সেই জমি চলে গেলে তাদের বাঁচার রাস্তা বন্ধ হয়ে যাবে।
মঙ্গলবার বিকেলে ভূতগাড়ির মাঠ এলাকায় বিএসএফ ক্যাম্প তৈরির বিরুদ্ধে ঘোষপাড়া, ঝাউডিয়া, দক্ষিণ ঘোষপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সেখানে একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানায়। জানা গিয়েছে আলোচনার মাধ্যমে একটি কমিটি গঠন করা হয় এবং একটি লিখিত আবেদনপত্র তৈরি করে তাতে সবার নাম নথিভুক্ত করা হয়। এই আবেদনপত্রটি বুধবার জলাঙ্গি বিডিও অফিসে জমা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাদের দাবি মানা না হয়, তবে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।