
কলকাতার তালতলা এলাকায় এক ভয়াবহ ঘটনায় আবারও নারী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। মঙ্গলবার সন্ধ্যায় এক তরুণী শিক্ষককে রাস্তায় বস্ত্র ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, তরুণী শিক্ষক একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করেন। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার সময় এক যুবক তাকে রাস্তায় ফলো করতে শুরু করে। প্রথমে কটূক্তি করে, পরে তাকে মারধর করে। তরুণী প্রতিবাদ করায় যুবক তার জামাকাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এতে তরুণীর হাতে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলের সিসি ক্যামেরা ও মোবাইল ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।