জাতীয় সড়ক ১১৬এ-র কাজ বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বোয়াইচণ্ডী গ্রামে। বুধবার সকাল থেকে এলাকার কৃষকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, জমি অধিগ্রহণ হলেও তারা ন্যায্য ক্ষতিপূরণ পাননি।
এই আন্দোলনের নেতৃত্ব দেয় ‘কৃষক ঐক্য মঞ্চ।’ আন্দোলনকারী কৃষকেরা জানান যেখানে এলাকার জমির দাম কাঠা প্রতি ৯ লক্ষ ২৫ হাজার টাকা, সেখানে সরকার বিঘে প্রতি মাত্র ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। এই টাকায় তাদের ক্ষতি মেটানো সম্ভব নয় বলে জানান কৃষকেরা।
কৃষক নেতা বিনোদ ঘোষ বলেন, “আমরা উন্নয়নের বিরুদ্ধে নই। কিন্তু ২০১৩ সালের সংশোধিত জমি অধিগ্রহণ আইন অনুযায়ী আমাদের ক্ষতিপূরণ চাই। পুরনো ১৯৫৬ সালের আইন মেনে আমাদের বঞ্চিত করা হচ্ছে।”

কৃষক ঐক্য মঞ্চের আহ্বায়ক শেখ শাহজাহান বলেন, “প্রশাসন কৃষকদের সঙ্গে কোনও আলোচনা না করেই কাজ শুরু করেছে। এতবার জানিয়েও কোনও সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই আন্দোলন শুরু হয়েছে।” তিনি আরও জানান, আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের দারস্থ হবেন তারা।
প্রশাসন সূত্রে খবর, খড়্গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত এই নতুন জাতীয় সড়ক তৈরি হচ্ছে পাঁচটি জেলার উপর দিয়ে। এই রাস্তা তৈরি হলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ অনেক সহজ হবে। তবে ক্ষতিপূরণ সমস্যার সমাধান না হলে কাজ দীর্ঘদিন আটকে থাকতে পারে বলেই মনে করছেন স্থানীয়রা।