এনবিটিভি ডেস্ক: হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের টিকা ‘Covaxin’ আগেই ছাড়পত্র পেয়েছিল। এবার শুরু হল হিউম্যান ট্রায়াল বা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ। হরিয়ানার রোহতকের পোস্ট পিজিআই অফ মোডিক্যাল সায়েন্সে শুরু হয়েছে এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল।
পরবর্তী সময়ে দেশের মোট প্রথম সারির হাসপাতালে প্রাথমিক পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে এই নতুন ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এরপর ফলাফলের অপেক্ষা। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ এক ট্যুইট করে রোহতকে এই করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের কথা জানান।
তিনি ট্যুইটে লিখেছেন, ‘ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল আজ থেকে রোহতকের পিজিআই-তে শুরু হয়েছে। তিনজন স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর আপাতত ওই তিন জনই ভালো আছেন। আগামী সময়ে আরও স্বেচ্ছাসেবকের শরীরে এটা প্রয়োগ করা হবে’।
অপরদিকে ভারত বায়োটেকের সূত্রে জানা গিয়েছে, ৮ থেকে ১০টি বিষষের ওপর এই পরীক্ষা চলবে। ভাইরোলজিস্টদের মতে, বয়স, বর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা অনুযায়ী বহু মানুষের উপর এই প্রতিষেধক প্রয়োগ করে পরীক্ষা করা হবে।
মোট তিন ধাপে এই ট্রায়াল প্রক্রিয়া চলবে। ‘কোভ্যাক্সিনে’র প্রথম দু’ধাপের ট্রায়ালের জন্য মোট ১,১০০ জনকে বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যেই ৩৭৫ জনের শরীরে প্রথম ধাপে পরীক্ষার কাজ চলছে। এটা দ্বিতীয় ধাপ, অর্থাৎ এর আগে প্রি ক্লিনিক্যাল পরীক্ষা সফল হয়েছে। যার অর্থ বিভিন্ন প্রাণীর শরীরে এই পরীক্ষা সফল হয়েছে। এবার মানুষের শরীরে এই ভ্যাকসিন কতটা কার্যকরী সেটাই দেখা হচ্ছে। সফল হলেই ইতিহাস তৈরি করবে ভারত।