বিজেপি নেতার বাড়িতেই রমরমিয়ে মধুচক্র, পর্দাফাঁস করল পুলিশ

এনবিটিভি, ২৭ জুলাই, এনবিটিভি ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে একাধিক বিজেপি নেতা-নেত্রীদের একের পর এক সেক্স স্ক্যান্ডাল, মধুচক্র, নারীপাচার ধরা পরেছে আগেই। এবার নতুন আরেকটা সংযোজন। আগ্রার প্রাক্তন এক বিজেপি নেতার বাড়িতেই রমরমিয়ে চলছে মধুচক্র। আগ্রার সেই মধুচক্র ও নারী পাচার চক্রের পর্দা ফাঁস করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

আগ্রার পুলিশ সূত্রে খবর, এক বড়সড় নারী পাচার চক্রের হদিশ মিলেছে। সেই চক্রের সঙ্গ যুক্ত মূল পাণ্ডাদের ধরতে শহরজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। তারই অঙ্গ হিসেবে রবিবার ওই খামারবাড়িতে হানা দেয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আগ্রার ওই খামার বাড়িটিতে দিনের পর দিন মধুচক্র চলত। বিভিন্ন রাজ্য থেকে বহু পাচার করা মেয়েকে এখানে এনে রাখা হত। পরে তাঁদের বিভিন্ন পাঁচতারা হোটেলে পাঠানো হত। রবিবার সেই চক্রের পর্দা ফাঁস করে পুলিশ। সূত্রের খবর, এই চক্রের সঙ্গে বহু নামজাদা মানুষ জড়িয়ে রয়েছে। তাদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ওই বাড়িতে থাকা মহিলা-সহ মোট নজনকে জেরা করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই বিজেপির প্রাক্তন সভাপতি সবই জানতেন। এমনকী, ওই চক্র থেকে টাকাও নিতেন তিনি।” যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত বিজেপি নেতা। তাঁর কথায় তাকে নাকি ফাঁসানো হচ্ছে।

Latest articles

Related articles