এনবিটিভি ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Secuirity Council) সভায় দাউদ ইস্যুতে ফের আক্রমণাত্মক হল ভারত। পাকিস্তানের নাম না নিয়েই প্রতিবেশী দেশের সন্ত্রাসবাদীদের মদত দেওয়া নিয়ে সরব হয়েছে ভারত।
বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে নিজেদের বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রতিনিধি বলেন, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের প্রধান ষড়যন্ত্রকারী দাউদ ইব্রাহিম সহ অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিজেদের দেশে আশ্রয় দিয়েছে ভারতের প্রতিবেশী দেশ। শুধু আশ্রয়ই নয়, তাঁদের আর্থিকভাবে ও অন্যান্য সবদিক থেকেই মদত দিয়ে চলেছে তাঁরা।
নিরাপত্তা পরিষদের ‘সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধের মধ্যে যোগসূত্র’ সংক্রান্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়েই ভারত এই অভিযোগ করে। ওই আলোচনা সভায় ভারত দাবি করে, দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ সংগঠিতভাবেই সোনার চোরাচালান ও জাল নোটের মাধ্যমে টাকা সন্ত্রাসবাদী কাজকর্মে ব্যবহার করছে।
আর পড়শি দেশে বসেই এই ধরণের কাজকর্ম দিব্বি চালিয়ে যাচ্ছেন দাউদ ইব্রাহিম। ১৯৯৩ সালের মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের টাকার উৎসও ছিল এই ধরণের বেআইনি টাকা। ফলে মুম্বই বিস্ফোরণে আড়াইশোর বেশি নিরাপরাধ মানুষের মৃত্যু হয়েছিল। পাশাপাশি কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছিল।
ভারতের অভিযোগ, আশ্চর্যজনকভাবে ভারতের পড়শি দেশ এই ধরণের সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষক। পাশাপাশি দাউদের ডি-কোম্পানিকে জইশ-ই-মহম্মদ ও লসকর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে একাশনে বসানোর আবেদনও জানিয়েছে ভারত।