ডেপুটি মেজিস্ট্রেটের পর আবার করোনায় মৃত্যু বিডিওর

 

এনবিটিভি ডেস্ক,৩১শে আগস্ট: রাজ্যে আবারও এক বিডিওর মৃত্যু হল করোনার থাবায়। বছর ৫১এর এই যোদ্ধা মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের বিডিও। কিছুদিন আগেই শোনা গিয়েছিল রাজ্যের এক ডেপুটি মেজিস্ট্রেট দেবদত্তা রায়ের করোনায় মৃত্যুর ঘটনা। এই ঘটনা সাধরণ মানুষের মনে ভয় সৃষ্টি করেছিল এবং বেদনাদায়কও ছিল। আবারও রাজ্যের প্রশাসনিক লিষ্টে যোগ হল আর এক যোদ্ধার নাম।

গত ৮ই আগস্ট করোনার সংক্রমণের লক্ষণ দেখায় নিজেই করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন কৃষ্ণ বাবু। তারপর রিপোর্টে পজিটিভ আশায় মুর্শিদাবাদের বহরমপুরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরিস্থিতি খারাপ হতে থাকলে বহরমপুরের ঐ হাসপাতাল তাকে কলকাতাতে পাঠান। কলকাতার বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। গতকাল সকালেই মারা যান তিনি।

Latest articles

Related articles