মুর্শিদাবাদের ডোমকলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু গাড়ি চালকের

মুর্শিদাবাদের ডোমকলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম আমিনুর হক মন্ডল (৪৪)। বাড়ি জলঙ্গি থানার ফরিদপুর এলাকায়।।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ডোমকলের গাবতলা তে বেসরকারি পেট্রোল পাম্পের পাশে বালি বোঝাই লরি পেছনে নেওয়ার সময় ইলেকট্রিক তারে বেঁধে যায় গাড়িটি, সেই সময় গাড়িটি বিদ্যুতের সংস্পর্শে আসায় ড্রাইভারের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ওই ঘটনায় গাড়ির এক সহকর্মী কোনোক্রমে গাড়ি থেকে নামতে সক্ষম হয়। তাকেও আশঙ্কাজনক অবস্থায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

 

Latest articles

Related articles