এনবিটিভি ডেস্কঃ আজ সকালে ধান মাঠে স্প্রে করার জন্য যাওয়ার পথেই এক লরির চাকায় পিষ্ট হয়ে প্রান গেল এক কৃষকের। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশীপুর থানার অন্তর্গত ছেলে গয়ালিয়া এলাকায় বাগজলা খালপাড় রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা। কৃষকের প্রায় অর্ধশরীর গুড়ো হয়ে যায়।
এই দুর্ঘটনার যেরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এলাকার সাধারণ মানুষলরি চালককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে । তাদের দাবী , “এই মৃত কৃষককে ক্ষতিপূরণ দিতে হবে। সঙ্গে এই ব্রিজের নিকট দুর্ঘটনা প্রায় ঘটে থাকে, তাই ব্রিজের নিকট একটা বাম্পারের ব্যবস্থা করা হোক।”
ঘটনাটির সংবাদ কাশীপুর থানায় পৌঁছালে বিষয়টি ক্ষতিয়ে দেখেন প্রশাসন। পরে দুই গোষ্ঠীর মধ্যে আলোচনার মাধ্যমে এক সমঝোতায় আসে।