কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদির ছেলে চিদানন্দের গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। একজন ৫৮ বছর বয়সী ব্যক্তি এই দুর্ঘটনার পরে মারা গেছেন। নিহত ব্যক্তির বাগলকোট জেলার চিক্কাহাণ্ডল গ্রামের কৃষক,তার নাম কোদলেপ্পা বলি।
তথ্য মতে, সোমবার সন্ধ্যায় হুন্দুন্ড শহরের নিকটবর্তী জাতীয় হাইওয়ে -৫০-এ কুদ্দলসঙ্গম ক্রসের কাছে চিদানন্দ সাভাদির গাড়িটির দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন কৃষক মারা যান। কৃষক তার বাইকে করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
বাগলকোটের এসপি লোকেশ জগলসার বলেছেন যে, তারা গাড়ির চালক হনুমন্ত সিং রাজপুতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এই গাড়িটি মন্ত্রী লক্ষ্মণ সাভাদির ছেলে চিদানন্দ সাভাদির, তবে চিদানন্দ গাড়িটি চালাচ্ছিলেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।