মালদা: সাইকেল ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হবিবপুর থানার দাল্লা বাজারে। জানা যায়, আহত বধুর নাম সুপ্রিয়া বিশ্বাস (৩৫)। তাঁর বাড়ি দাল্লা এলাকায়।
জানা গিয়েছে, এ দিন সকালে বাড়ির বাজার করতে দাল্লা বাজারে সাইকেল নিয়ে যাচ্ছিলেন গৃহবধূ। ওই সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হয় বধূ । তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে আর এন রায় হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।