মালদা: জুয়ায় হেরে যাওয়ায় আত্মহননের পথ বেছে নিলেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার দুর্গাপুর বেকিং এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নিবারণ মন্ডল(৪০)। তিনি পেশায় ছিলেন একজন কোল্ড স্টোরের কর্মী।
মৃতের পরিবার সূত্রে খবর, জুয়ায় হেরে গিয়ে প্রায় ২ লক্ষ টাকা দেনা ছিল নিবারণের। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে আমবাগানের একটি গাছ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।