এনবিটিভি ডেস্কঃ শনিবার সকালে ক্যানিংয়ের এক চিকিৎসক সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ এক লরির ধাক্কায় মৃত্যু হয়। লরির ধাক্কায় মৃত্যু হল এক গ্রামীণ চিকিত্সকের। চাকার তলায় পিষে গিয়েছেন তিনি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর-ক্যানিং রোডের ধলিরবাটি এলাকায়। শনিবার সকালে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় লরির ধাক্কায় মৃত্যু হয় ওই গ্রামীণ চিকিত্সকের।
প্রবল গতিতে ছুটে আসছিল গ্যাস সিলিন্ডার বোঝাই সেই লরিটি। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। মৃত চিকিত্সকের নাম প্রভাত কুমার নস্কর। বয়স ৪৬ বছর। দুর্ঘটনার পরই এলাকার লোকজন ছুটে এসে ঘাতক গাড়িটিকে আটক করে।
ঘটনাসূত্রে জানাগিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশও। রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিত্সকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।