বিশ্বজিৎ কর্মকার, রানীনগর: মুর্শিদাবাদের রানীনগরে আবারও কেরলে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সাফিজুল ইসলাম(১৯)। রানীনগরের কার্তিকের পাড়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত কাল রবিবার প্রায় দশজন মিলে সমুদ্রে স্নানে যান সাফিজুল ইসলাম। আর সেখানেই হঠাৎ জলে ডুবে যান তিনি। তার পর খোঁজাখুঁজি করার পর এদিন সোমবার সকাল ১১টা নাগাদ তাঁর মৃতদেহ উদ্ধার হয় । ওই ঘটনায় ভেঙে পড়েছে মৃতের পরিবার।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৫ মাস আগে কেরলে কাজে গিয়েছিল সাফিজুল ইসলাম। এর সেই একমাত্র পরিবারের রোজগেরে ছেলে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রানীনগর এলাকায়। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই রানীনগরের এক যুবকের কেরলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়।