এনবিটিভি ডেস্কঃ মালদা টাউন রেল স্টেশনে ফুটব্রিজের সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর। শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা টাউন স্টেশন চত্বরে।
জানা গিয়েছে, পরিবারের সাথে বক্সার থেকে ফারাক্কা এক্সপ্রেসে চেপে মালদায় ফিরেছিলেন ওই যাত্রী। ট্রেন থেকে নেমে অন্য প্লাটফর্মে যাওয়ার সময় ফুটব্রিজের সিড়ি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রেলযাত্রীর নাম শোভন প্রসাদ সাহা(৫৬)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়।
মৃতের পরিবারের লোকেরা জানিয়েছেন, ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে চেপে তাঁরা বক্সার থেকে মালদা রেল স্টেশনে পৌঁছান। সেখান থেকে গঙ্গারামপুর যাওয়ার জন্য এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
মালদা রেল স্টেশনের জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।