ফিলিস্তিনে ইজরায়েলের গণহত্যা বন্ধের প্রতিবাদে শরীরে আগুন দিয়ে প্রাণ দিয়েছিলেন এক মার্কিন সেনা। এবার তার নামে ফিলিস্তিনের একটি সড়কের নাম ঘোষণা করা হলো।
রবিবার অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি সড়ক নতুন নামফলক উন্মোচন করেছেন জেরিকোর মেয়র আবদুল করিম সিদর।
এর আগে ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে গত ২৫ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইজরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেন অ্যারন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
গায়ে আগুন দেওয়ার আগে লাইভে তিনি বলেছিণেন, গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চাই না! চিৎকার করে বলছিলেন, ‘ফিলিস্তিনের মুক্তি চাই।’