এনবিটিভি ডেস্কঃ মিলাদুন নবী উপলক্ষে বিশেষ দোয়ার মজলিসের আয়োজন করা হল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার কুড়ালীতে। রবিবার এই সভা আয়োজিত হয় মাদ্রাসা জাকারিয়া মারকাজুল উলুম সাহাপুরের মাঠে।
এদিনের সভা শুরু হয় সকাল ৮টায়। শেষ হয় দুপুর আড়াইটেয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন মোহতামিম কাঁঠালিয়া মাদ্রাসার মাওলানা হাফেজ সওকাত আলী সাহেব, বর্ধমানের মাওলানা জয়নাল আবেদিন সাহেব, হারুন রশিদ সাহেব, কমিটির খাদেম গোলাম আহমেদ মর্তজা মাজহারি সহ প্রমুখরা। উপস্থিত হন বহু শ্রোতাও।