উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোলের হটন রোডের মোড়ে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জন জাগরণের উদ্যোগে এক পথসভার করা হল।
বৃহস্পতিবারের এই পথসভায় জন জাগরণের সদস্যরা উপস্থিত ছিলেন। এই পথসভার মাধ্যমে কেন্দ্র সরকারের জনবিরোধীর নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
এই প্রসঙ্গে জন জাগরণের সদস্যরা বলেন, কেন্দ্রের বিজেপি সরকারি সংস্থাকে বেসরকারিকরণের চেষ্টা করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পেট্রোপণ্যের দাম বেড়েছে। এর ফলে সাধারণ মানুষেরা সম্যসায় পড়েছেন। এর পাশাপাশি রাজ্য সরকারও পেট্রল ও ডিজেলের উপর ভ্যাট প্রত্যাহার করছে না। তাই এই সমস্ত দাবি নিয়ে এই পথসভা করা হয়েছে। এই পথসভায় মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেছেন জন জাগরণের সদস্যরা।