বৃহস্পতিবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর ওপর ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। একটি যাত্রীবাহী বাসে আচমকা আগুন লেগে যায়। বাসটি কলকাতার বাবুঘাট থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

হুগলি সেতুতে ওঠার পর বাসে আগুন ধরে এবং আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তেই বাসটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন এবং প্রাণ বাঁচাতে কেউ জানালা দিয়ে ঝাঁপ দেন,আবার কেউ দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করেন।

চালক ও কন্ডাক্টরও বাস থেকে নেমে যান। এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি তবে বাসটি পুরোপুরি পুড়ে যায় বলে জানা গিয়েছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুলিশ ও হাওড়া সিটি পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।