মাত্র ১০০ টাকার জন্য খুন এক ভ্যানচালক

জোড়াসাঁকো এলাকার জাকারিয়া স্ট্রিটে ভ্যান চালক খুনের ঘটনায় আজ, সোমবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল, হারু কর্মকার, মহম্মদ সমীর, ফিরোজ খান। মাত্র ১০০ টাকার জন্য ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ধৃতেরা সকলেই মৃতের পরিচিত ছিল বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ওই ভ্যানচালককে প্রথমে মাথায় আঘাত এবং পরে গলা কেটে খুন করা হয়। রাতে দুই ভ্যানচালকের মধ্যে তীব্র ঝগড়া হয়। এরপর জাকারিয়া স্ট্রিট ও বলাই দত্ত লেনের মাঝের একটি গলিতে ওই ভ্যান চালকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তির নাম রঞ্জিত। তাঁর গলায় ও মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং হাত ও কপালে ক্ষত ছিল।

স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে যান জোড়াসাঁকো এলাকার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য নবী হাসপাতালে পাঠানো হয়। এরপরই ওই এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। পুলিশের দাবি, বচসার জেরেই এই খুন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Latest articles

Related articles