capacity building workshop কলকাতায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210712-WA0010

গত শনিবার কলকাতার হজ হাউসে ইউনিসেফের উদ্যোগে,আমানত ফাউন্ডেশন-এর পরিচালনায় আয়োজিত হয় capacity building workshop। আমানত ফাউন্ডেশন-এর চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহ আলম এবং জালাউদ্দিন আহমেদ প্রারম্ভিক ভাষণে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট কিভাবে জনসাধারণের উন্নতিকল্পে লিপ্ত সেই বিষয়ে আলোচনা করেন। ক্বারী ফজলুর রহমান সাহেব অবিলম্বে ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে করোনা প্রতিরোধ গড়ে তুলতে অনুরোধ করেন।

ইউনিসেফের পশ্চিমবঙ্গের প্রধান জনাব মুহাম্মদ মহিউদ্দিন সাহেব বলেন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সেখানকার বিশিষ্ট লোকদের সাথে আপনাদের কথা বলতেই হবে। এখনই করোনা প্রতিরোধে সবাইকে এককাট্টা করতে হবে। ইউনিসেফের বিশেষজ্ঞ প্রতিনিধি বীণাকুমারী সিংহ বলেন- “আমানত ফাউন্ডেশন পোলিও দূরীকরণে যেভাবে কাজ করেছে সেইরকমভাবেই এবারেও কাজ করতে হবে”।

অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে মুহাম্মদ শোয়েব, অদিতি রায় এবং দেবরঞ্জন লাই প্রকল্পের কর্মীদের করোনা এবং জনস্বাস্থ্য সম্পর্কে কাজের বিভিন্ন কৌশল, কর্ম-পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর