এনবিটিভি ডেস্কঃ লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম সুবরাতন বিবি (৪৭)। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বঘারপুর রমনা এলাকার দাসপাড়া গ্রামে। যদিও মৃতের বাড়ি টিকটিকি পাড়ায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
মৃতের পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার সকালে মেয়ের বাড়ি শিবনগর থেকে বাড়ির টিকটিকি পাড়ার উদ্দেশ্যে বাইকে চেপে রওনা দেই। স্বামী-স্ত্রী মিলে ঠিকই আসছিল। রমনা এলাকার দাসপাড়া আসতেই লরিকে সাইড দিতে গিয়ে রাস্তার ধারে দাড়িয়ে পড়ে মৃতের স্বামী আবুবাক্কার মন্ডল। সামান্য কাদা থাকায় বাইক হালকা স্লিপ করলে বাইকের পিছনে বসে থাকা তার স্ত্রী পড়ে যায়। তখনিই মুহূর্তের মধ্যে লরির সামনের চাকা উঠে যায় মহিলাটির শরীরের উপরে। এরপরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মৃত্যুর খবর বাড়িতে পৌছাতেই কান্নায় ভেঙ্গে পড়ে মৃতের পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘাতক গাড়িটিকে আটক করে। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। যদিও ঘাতক গাড়িটির চালক ও খালাশি পলাতক বলে খবর।