জল থইথই রাস্তার ম্যানহোলে আটকে গেলেন এক মহিলা।
প্রায় আড়াই ঘণ্টা সেই ম্যানহোলের ভিতরে আটকে রইল মহিলার অর্ধেক শরীর। শেষে দমকলকর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে নিউটাউনের সাপুরজি এলাকার। স্থানীয় মহিলা বাজার যাওয়ার পথে জলমগ্ন রাস্তার কমজুড়ি ম্যানহোলের মধ্যে আটকে থাকন অনেকক্ষণ,অসুস্থ হয়ে পরেন। স্থানীয় লোকজনের উদ্ধারের চেষ্টা বিফলে যায়।
শেষে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় মহিলাকে উদ্ধার করেন দমকল কর্মীরা। মহিলাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের কথায়, ম্যানহোলের ঢাকনা এভাবে ভাঙা থাকলে যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে।