আসামে লরির কাজে গিয়ে দূর্ঘটনায় মৃত মুর্শিদাবাদের যুবক

এনবিটিভি,জৈদুল সেখ, কান্দিঃ মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তির বাসিন্দা ইস্তাজুল সেখ, লরিতে খালাসির কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় গত বুধবার ভোর রাতে। পরিবার সূত্রে খবর, গত চারদিন আগে লরির কাজে বাড়ি থেকে আসামে গিয়েছিল, বুধবার ভোর রাতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারলে মৃত্যু হয় ইস্তাজুল সেখ নামে বছর ৪৫ এই ব্যক্তি।

এলাকা জুড়ে শোকের ছায়া ।

এই খবর পাওয়ার পর পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ বৃহস্পতিবার বিকেলে ইস্তাজুল সেখের মৃত দেহ গ্রামে পৌঁছায়।
দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি হলদিয়া থেকে তেল নিয়ে আসামের গুয়াহাটি যাচ্ছিল। তখনই তেজপুরে দূর্ঘটনা টি ঘটে।

Latest articles

Related articles