হরিশ্চন্দ্রপুরে বিয়েবাড়িতে অস্ত্র সহ আটক বিহারের যুবক

মালদাঃ বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেরে পুলিশ সঞ্জয় রজক (৩৫) নামে ওই যুবককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে সেভেন এমএম পিস্তল উদ্ধার করে। ধৃতের বাড়ি বিহারের আমদাবাদ থানার রঘুনাথপুর গ্ৰামে।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা মাখনা কুইলপাড়া গ্ৰামে একটি বিয়ে বাড়িতে এসেছিল ওই যুবক। সঙ্গে ছিল সেভেন এমএম পিস্তল-সহ গুলি। ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দুরে বাংলা-বিহার সীমান্ত এলাকা। অস্ত্র নিয়ে কেন বিয়ে বাড়িতে এসেছিল সে? এর পিছনে কোনো উদ্দেশ্যে ছিল কী? উত্তর খুঁজছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। ৫ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Latest articles

Related articles