সামশেরগঞ্জ: অল্পের জন্য রক্ষা। ফের বাইক দুর্ঘটনায় জখম হলেন এক যুবক।
পরিবার সূত্রে জানা যায়, সামশেরগঞ্জের বাসুদেবপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে খাবার কিনতে যাওয়ার জন্য রাস্তা পারাপার হওয়ার সময় তোতন সিংহকে এক বাইক আরোহী সজোরে ধাক্কা মারে (২১)। এবং গুরুতর আহত হযন তিনি। স্থানীয় লোকজন ওই বাইক চালকককে মহিশাইল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক ভাবে চিকিৎসা করার জন্য নিয়ে যায়। প্রাথমিক ভাবে চিকিৎসা করার পর সেখানকার চিকিৎসকরা জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।