১০কেজি গাঁজাসহ গ্রেফতার এক যুবক

সাদ্দাম শেখ ,মালদা: পুলিশের তৎপরতায় গতকাল রাতে মালদহের হরিশ্চন্দ্রপুরের কলহা এলাকা থেকে এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ কেজি গাঁজা। ধৃত যুবকের নাম সুমন দাস(২৯)। ধৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারোডাঙ্গা গ্রামে। ওই গাঁজা পাচারকারী যুবককে শুক্রবার মালদা কোর্টে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকারই কলহা গ্রামে হানা দেয়। সেখানে ওই যুবক টোটো করে একটি বস্তা নিয়ে যাচ্ছিল। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী পাকড়াও করে ওই যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয় ১০ কেজি গাঁজা। এত পরিমাণ গাঁজা নিয়েছে কোথায় যাচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান,” আমরা গতকাল রাতে খবর পাই হরিশ্চন্দ্রপুরের ওই এলাকায় গাঁজা পাচার করার চেষ্টা করা হচ্ছে। সেখানে গিয়ে ওই যুবককে আটক করা হয় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে আজ তাকে মালদা আদালতে পেশ করা হবে”।

Latest articles

Related articles