এবার এশিয়ার দ্বিতীয় ধনী ভারতীয় শিল্পপতি গৌতম আদানি

চীনের ধনকুবের জং শানশানকে অতিক্রম করলেন গৌতম আদানি। তাঁকে টপকে এশিয়ার দ্বিতীয় ধনী হয়ে উঠলেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স অনুয়ায়ী, আম্বানি বিশ্বের ১৩ তম ধনী ব্যক্তি। এবার শানশানকে টপকে ১৪ তম জায়গায় দখল করলেন আদানি। সেক্ষত্রে চিনা ধনকুবের শানশান এক ধাপ পিছিয়ে ১৫ তম স্থানে চলে গেলেন।

আদানির সম্পদ শানশানকে ছাড়িয়ে গিয়েছে। চলতি বছরের ফেব্রয়ারিতেই শানশানকে এশিয়ার ধনী ব্যক্তি হিসাবে ছাড়িয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার ছাড়ালেন গৌতম আদানিও। শানশানের ৬৩.‌৬ বিলিয়ান ডলারের বিপরীতে আদানির সম্পদ ৬৬.‌৬ বিলিয়ান ডলারে দাঁড়িয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স অনুয়ায়ী, এ বছর আদানির সম্পদ ৩৭.‌৭ বিলিয়ন ডলার বেড়েছে। আবার সেখানে উল্লেখ রয়েছে, মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৭৬.‌৫ বিলিয়ন ডলার।  ৬৩.‌৬ বিলিয়ান ডলারের সম্পদ নিয়ে শানশানই চিনের সব চেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন।

Latest articles

Related articles