Monday, April 21, 2025
35 C
Kolkata

পর্যটকদের জন্য হাজারদুয়ারির দুয়ার খুলল মঙ্গলবার থেকে

রক্তিম সিদ্ধান্ত,  মুর্শিদাবাদঃ করোনা আবহে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল নবাবের কার্যালয় হাজারদুয়ারি সেই হাজারদুয়ারির দুয়ার মঙ্গলবার থেকে ফের খুলল পর্যটকদের জন্য। একাধিক বিধি-নিষেধ নিয়ে হাজারদুয়ারির দুয়ার খুলতে আনন্দিত পর্যটন শিল্পের সঙ্গে জড়িত গাইড ও ব্যবসায়ীরা থেকে শুরু করে পর্যটকরা।

Photo: murshidabad.gov.in

একদা বাংলা-বিহার-উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের হাজারদুয়ারি দীর্ঘ দিন ধরে করোনা আবহে বন্ধ ছিল, পরে অবশ্য করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ কাটিয়ে মঙ্গলবার থেকে ফের খুলল সুবেবাংলার রাজধানী হাজারদুয়ারি। নবাব নাজিম হুমায়ুন জাহ 1829 খ্রিস্টাব্দে ভাগীরথীর তীরে বাংলা-বিহার-উড়িষ্যার রাজধানীর কার্যালয় তৈরি করে হাজারটি দরজা বিশিষ্ট হাজারদুয়ারি। প্রায় 200 বছর ধরে এই হাজারদুয়ারি সাক্ষী রয়েছে বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনার বর্তমানে নবাব নেই, নেই নবাবের সেই় জৌলুস তবে হাজারদুয়ারি রয়েই গেছে, ভারত সরকারের অধীনে হাজারদুয়ারি বর্তমানে সংগ্রহশালা করা হয়েছে আর এই সংগ্রহশালায় নানান নবাবী আমুলের ঐতিহাসিক নিদর্শন চাক্ষুষ করতে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। তবে বিশ্বব্যাপী করোনা মহামারীর জন্য প্রায় ছয় মাসের বেশি হাজারদুয়ারি বন্ধ ছিল। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ কাটিয়ে মঙ্গলবার সকাল থেকে পর্যটকদের জন্য হাজারদুয়ারির দুয়ার খোলা হল একাধিক বিধি-নিষেধ জারি করে। হাজারদুয়ারি বন্ধ থাকায় ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছিল মুর্শিদাবাদের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত গাইড ও ব্যবসায়ীরা তবে মঙ্গলবার থেকে হাজারদুয়ারি খুলতেই সে সমস্ত পর্যটন শিল্পের সঙ্গে জড়িত গাইড ও ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে, তারা নতুন আশার আলো দেখছে তবে ভ্রমণপিপাসু বাঙালি করোনার জন্য যারা এতদিন ঘরে বন্দি ছিল হাজারদুয়ারি খোলাই ফের নবাবের বাড়ি আসতে পারবে বলে আনন্দিত। করোনা আবহে পরপর দুবার হাজারদুয়ারি বন্ধ থাকার পর ফের হাজারদুয়ারি খুললেও প্রথম দিন তেমন পর্যটকের দেখা পাওয়া যায়নি তবে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত গাইড ও ব্যবসায়ীরা জানিয়েছেন দিন গড়ালে হাজারদুয়ারিতে পর্যটকের দেখা মিলবে। সবমিলিয়ে হাজারদুয়ারি খোলাই পর্যটক থেকে শুরু করে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত গাইড ও ব্যবসায়ীরা উৎসাহী।

Hot this week

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

চিনের সঙ্গে রেকর্ড বাণিজ্য ঘাটতি—ভারতীয় বাজারে বিপদ আমদানি বৃদ্ধির ঢেউ!

চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি দিন দিন বেড়েই চলেছে।...

মুর্শিদাবাদে হিংসার আগুনে জনরোষ: “লক্ষ্মীর ভাণ্ডার নয়, চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ”” জানালেন স্থানীয় মহিলারা

মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আজ ধুলিয়ান, বেতবোনা...

Topics

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

ভূমিকম্পে কাঁপল উত্তর-পূর্ব, আতঙ্কে দিন শুরু নাগরিকদের

পৃথিবীর ভূত্বকের পরিবর্তনশীল প্রকৃতি কখন যে কোন অঞ্চলে প্রাকৃতিক...

আদালতের নির্দেশে ভাঙল নির্মাণ, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার

নির্মাণ সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগে মধ্যমগ্রামে এক ব্যক্তির বাড়ি ভাঙল...

Related Articles

Popular Categories