উজ্জ্বল দস,দুর্গাপুর: গত কয়েকদিন আগে উদ্ধার হওয়া নাবালিকাকে প্রশাসনের তরফ থেকে পাঠানো হল হোমে। গত 5 তারিখে দুর্গাপুরে এক মহিলা কলকাতা থেকে ফেরার পথে এক বাংলাদেশী তরুনীর সাথে দেখা হয়। দুর্গাপুরের ওই মহিলা জানতে পারেন বাংলাদেশি ওই তরুণীকে কাজের প্রলোভন দেখিয়ে মোটা টাকার বিনিময়ে দেহ ব্যবসার কাজে লাগিয়ে ব্যাঙ্গালুরুতে বিক্রি করে দেওয়া হয়েছিল। গত ২০১৭ সাল থেকে ওই তরুণী বেঙ্গালুরুতে আটকে পড়ে। সুযোগ বুঝে ওই তরুণী ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে আসেন। সেখান থেকে দুর্গাপুরের ওই মহিলার সাথে তার দেখা হয়। গত 5 তারিখে দুর্গাপুরের ওই মহিলা বাংলাদেশি ওই তরুণীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা প্রশাসনের দ্বারস্থ হন।
প্রশাসনের উদ্যোগে শুক্রবার বাংলাদেশি ওই তরুণীকে আসানসোলের হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রশাসনের উদ্যোগে খুশি ওই তরুণী জানিয়েছেন, তিনি হোমে থাকলে অন্তত সুরক্ষিত থাকবেন এবং দুর্গাপুর মহকুমা শাসক এবং দুর্গাপুর প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।