এনবিটিভি ডেস্ক: নবগঠিত অসম জাতীয় পরিষদ (AJP)-র মুখ্য কাৰ্য্যালয় আনুষ্ঠানিকভাবে খোলা হল। আনুষ্ঠানিকভাবে গুয়াহাটীর লেম্ব রোডে AJP-র মুখ্য কাৰ্য্যালয়ের দ্বার খুলেন দলের নেতা-কৰ্মীগণ। গুয়াহাটিতে দলের মুখ্য কার্য্যালয় খোলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সমন্বয়ক তথা প্রাক্তন মন্ত্রী জগদীশ ভূইয়া বহু কথা উল্লেখ করেন।
জগদীশ ভূইয়ার মতে, ব্যক্তিগত ধ্যান-ধারনায় AJP দল পরিচালিত হবে না। সাংগঠনিক নেতৃত্বে চলবে আঞ্চলিক দলটি। তবে দলের নেতৃত্বে কে থাকবেন ও কোন নেতার দ্বারা দলটি পরিচালিত হবে সেই সম্পৰ্কে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন জগদীশ ভূইয়া। বলেন, দল এখন নভেম্বরের জাতীয় রাজনৈতিক অভিবর্তনের জন্য ব্যস্ত।
উল্লেখ্য, অসম জাতীয় পরিষদ বুথ থেকে জেলা পৰ্যায়ে কমটি গঠনের কাজ আরম্ভ করেছে। রবিবার নতুন কার্য্যালয়ে LDP-র ৭২ জন ব্যক্তি AJP দলে যোগদান করেছেন।