বাংলাদেশে যতগুলো গরু আছে সব ভারতের, বিজেপির বিধায়ক সুমন হরিপ্রিয়া

ই মুহূর্তে বাংলাদেশে যতগুলো গরু আছে তা সবই ভারতের বলে দাবি করলেন আসামের বিজেপির বিধায়ক সুমন হরিপ্রিয়া। বিধানসভায় সুমন হরিপ্রিয়া দাবি করেন, ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের ফলেই বাংলাদেশের অর্থনীতি প্রসারিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে আসামের ভেতর দিয়েই এই কাজ হয়ে আসছে। তিনি  বলেন, ‘ বিশ্বে গো-মাংস বিক্রির সবচেয়ে বড় দেশ বাংলাদেশ। এই গরুগুলো সব আমাদের গরু। কংগ্রেস সরকার গরু পাচার নিয়ে কোনো কাজ করেননি।’ করোনা ভাইরাস গোমূত্র ও গোবরেই দমন করা সম্ভব বলে মন্তব্য করেন সুমন হরিপ্রিয়া।

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি গোবর খুবই উপকারী। গোমূত্রও যখন ছড়িয়ে পড়ে তখন সেই স্থান পবিত্র হয়ে ওঠে। আমার মনে হয় গোমূত্র ও গোবর দিয়ে করোনাভাইরাস দমনও সম্ভব। এছাড়া গোমূত্র-গোবর ক্যানসার নিরাময়েও কাজে লাগানো যেতে পারে।’

Latest articles

Related articles