নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভি: কীটনাশক খাইয়ে ১১টি কুকুর মারার অভিযোগ উঠলো দুই যুবকের বিরূদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত বাহিরগাছি এলাকায়।
আজ সকলে স্থানীয়রা এলাকার বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখে কুকুরের দেহগুলি। এরপর স্থানীয় এক মহিলা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে চাপড়া থানায় দুই যুবকের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। চাপড়া থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করেন। ধৃত দুই যুবকের নাম হরজত বিশ্বাস ও মিয়া বিশ্বাস। তারা ওই এলাকারই বাসিন্দা।
জানা গিয়েছে এই এলাকার এক শিশুকে সম্প্রতি এক কুকুর কামড়ে নেয়, তার প্রতিশোধ নেওয়ার জন্য খাবারে বিষ মিশিয়ে মারা হয় এলাকার ১১টি কুকুরকে। কুকুরগুলিকে পুলিশ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। আজ অভিযুক্তদের কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।