এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিজেপির অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
তিনি বলেন, “আমি সংবাদমাধ্যমে দেখছিলাম অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ক্ষেত্রে নাকি বিন্দুমাত্র দেরি করা উচিত হবে না। এই ধরনের বোকা বোকা কথাবার্তা আসছে কোথা থেকে? আমরা হাজার হাজার বছর অভিন্ন দেওয়ানি বিধি ছাড়া কাটিয়েছি। আগামী দিনেও এটা ছাড়া চলতে আমাদের কোনও অসুবিধা হবেনা। আসলে একটা জটিল বিষয়কে খুব সহজ বলে দেখানোর চেষ্টা হচ্ছে। পুরো অভিন্ন দেওয়ানি বিধির ব্যাপারটাই একটা ভাঁওতাবাজি।”
তিনি আরো বলেন “এখানে হিন্দু ধর্মটাকে অপব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। হিন্দু রাষ্ট্র আর যাই হোক, আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা হতে পারে না। এমনকী হিন্দু রাষ্ট্রের পথে এগোলে আমরা যা জা অর্জন করছি, সেগুলির মধ্যেও অনেক কিছু মুছে যেতে পারে।”