পুরাতন মালদায় পিকআপ ভ্যানের পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত ৬

মালদা: পিকআপ ভ্যানের পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হলেন ৬ জন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে গাজোল গ্রামীণ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে এক রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় দাঁড় করানো একটি পিকআপ ভ্যানের পিছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন রোগীসহ ৬ জন। পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে সেখানেই।

আহত রোগী অনিতা সরকার, বয়স ২১। বাকি আহতরা হলেন কল্যাণী চৌধুরী, সুমিত্রা সরকার ,সুশান্ত সরকার, কানাই সরকার ও সিমা সরকার। তাঁদের বাড়ি গাজোল থানার রশিদপুর এলাকায়। পুরাতন মালদা থানার পুলিশ এসে অ্যাম্বুলেন্সটিকে আটক করে নিয়ে যায়।

Latest articles

Related articles