অন্ধ্রপ্রদেশ বন্যা: ২০জন নিহত সহ ৩০ জনের বেশি নিখোঁজ

এনবিটিভি ডেস্কঃ দক্ষিণ ভারতে বেশ কয়েকদিন তুমুল বৃষ্টির মুখে সাধারণ জনজীবন ব্যাহত । অনেক জায়গাতে প্রানও গিয়েছে বলে জানা যায়। সরকারি কর্মকর্তারা শনিবার জানিয়েছেন,অন্ধ্র প্রদেশে বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে।এখনও ৩০ জনের বেশি নিখোঁজ।”

ভারতীয় কোস্ট গার্ড স্টেশন কৃষ্ণপত্তনম রাজ্য জুড়ে ভারী বৃষ্টির মধ্যে কোল্লাগাতালা গ্রামে বন্যার ত্রাণ তৎপরতা বাড়ানো হয়েছে।আরও জানা যায় যে,আটকে পড়া কর্মীদের সহায়তা প্রদানের জন্য সম্প্রতি নেলোর জেলায় দুটি বন্যা-ত্রাণ দল মোতায়েন করেছে ।

Latest articles

Related articles