
আবারো ট্রলি ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা করা হয়। আহিরীটোলা পর এবার ঘোলায় মিলল ট্রলি ব্যাগ বন্দী দেহ। পুলিশ সূত্রে খবর, করণ সিংহ এবং কৃষ্ণরাম সিংহ নামক দুই ব্যক্তি নাগের বাজার থেকে একটি ট্যাক্সি ধরে। সুটকেস সহ আরোহীদের দেখে সন্দেহ হয় ট্যাক্সি চালকের। এর পর পুলিশের টহলদারি দেখে পালিয়ে যায় করণ সিংহ। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায়, সেখান থেকে আরেকটি ট্যাক্সি করে মুক্তারাম বাবু স্ট্রিটের দিকে পালিয়ে যায় করণ সিংহ। পুলিশ ঘটনাস্থলে গ্রেপ্তার করে কৃষ্ণরাম সিংহ নামক অভিযুক্তকে। পরবর্তীতে পুলিশ কৃষ্ণরামের থেকে পলাতক করণ সিংহের ফোন নম্বর সংগ্রহ করে জিপিএস লোকেশন অনুসরণের মাধ্যমে মুক্তারাম বাবু স্ট্রিট থেকে গ্রেপ্তার করে করণ সিং কে।

ট্যাক্সি চালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আনুমানিক ৯:১৮ নাগদ দুই ব্যক্তি সুটকেস নিয়ে তার ট্যাক্সিতে ওঠে। সুটকেস দেখা মাত্রই সাম্প্রতিক আহিরীটোলার নৃশংস ঘটনা মনে পড়ে যায় তার। এরপর ঘটনাস্থলে পুলিশি টহলদারি দেখে হাবভাব পরিবর্তিত হয় ট্যাক্সি আরোহীদের। এরপর দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি তার। ঘটনাস্থল থেকে দুজনেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একজনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় এই ট্যাক্সি চালক।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে মৃত ব্যক্তির নাম ভাগরাম সিংহ, বয়স ৫২ বছর। পেশায় কাপড় ব্যবসায়ী। বড়বাজার এলাকায় তার কাপড়ের দোকান। ঘটনার মূল অভিযুক্ত করণ সিংহ ভাগরামেরে কাছে টাকা পেতো। তাই প্রাথমিক ভাবে পুলিশ ব্যবসায়িক শত্রুতার জেরে খুন বলে অনুমান করছে। ট্যাক্সি চালকের উপস্থিত বুদ্ধি এবং চতুরতার জেরেই শেষমেষ ধরা পড়ল দুই খুনি।