করোনা ও লকডাউন আবহে বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া। এবার অনলাইনে ভাড়া করা ক্যাবে উঠলে খরচ আরও বেশি। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জন্যই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে খবর।
করোনার দ্বিতীয় ঢেউয়ের চোখ রাঙানির জেরে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ। যে কারণে প্রায় দেড় মাস ধরে সাধারণের জন্য বন্ধ গণ পরিবহণ। বাস, অটো, ট্রেন, মেট্রো পরিবেষা না মেলায় জরুরি প্রয়োজনে ভরসা ট্যাক্সি কিংবা অ্যাপ ক্যাব। কিন্তু এবার সেই ক্যাবে চড়ার ক্ষেত্রেও বাড়ছে খরচ। জানা গিয়েছে, আগে যেখানে প্রতি কিলোমিটারে ১০ টাকা চার্জ নেওয়া হত, সেখানে এখন লাগবে ১৪ টাকা ৭০ পয়সা।তবে টাইম চার্জ কমিয়ে করা হয়েছে মিনিটে ১ টাকা। অর্থাত্ সবমিলিয়ে অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ল ১৫ শতাংশ।